প্রকাশিত: Mon, Dec 19, 2022 6:39 AM
আপডেট: Wed, Jul 2, 2025 9:30 AM

হেফাজতে ইসলামের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে যেসব দাবি জানিয়েছেন, তার মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন, পূরণ করে দেবেন। রোববার সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, হেফাজতে ইসলামের দাবিদাওয়া প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। দাবিদাওয়ার মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন, পূরণ করে দেবেন। আর যেগুলোর ক্ষেত্রে সময় লাগবে, সেগুলো তিনি সংশ্লিষ্টদের নজরে আনবেন। শনিবার বিকেলে হেফাজতে ইসলামের নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারা নেতা-কর্মী ও আলেমদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবির কথা জানিয়েছেন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব